ফ্রিল্যান্সিং এ শুরুটা আমার জন্য কষ্টসাধ্য হলেও ১২ বছরের অভিজ্ঞতায় আমি বর্তমানে সফল এবং আমার একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি। এই প্রতিষ্ঠানের দ্বারা আমি যুব সমাজকে আউটসোর্সিং এ উৎসাহিত করতে চাই। তার জন্য প্রয়োজন দক্ষ মানবসম্পদ তৈরি করা। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আপনাদের জন্য DIT Institute এর মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই। আমার প্রতিষ্ঠানের মূললক্ষ্য দক্ষতা বৃদ্ধি যার মাধ্যমে আমাদের যুবসমাজ নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবে এবং অর্থনীতিকে এগিয়ে নিতে পারবে। আমার এই ইনস্টিটিউটে বিভিন্ন কোর্সগুলো খুব সহজে যে কেউ শিখতে পারবেন। আমাদের প্রতিষ্ঠানের অনেক সফল শিক্ষার্থী আছে যাদের বেশীর ভাগ কাজ করে Fiverr, Freelancer, Upwork ও লোকাল মার্কেটপ্লেসে এবং তারা আজ বেকারত্ব অভিশাপ থেকে নিজেদেরকে মুক্ত করেছে।
১) কোর্স আউটসোর্সিং বেইজ ক্লায়েন্ট প্রজেক্ট অনুযায়ী সাজানো ।
২) আমাদের কোর্সে প্রত্যেকদিনের চ্যালেঞ্জ দেয়া এবং ৩০ দিনের চ্যালেঞ্জে গ্রাফিক ডিজাইনার তৈরি করা হয় ।
৩) সপ্তাহে ২দিন মেন্টর শিক্ষার্থীদের কাজের রিভিউ দেয় এবং কাজের ভূলগুলো ধরিয়ে দেয়া হয় ।
৪) প্রত্যকটি ভিডিওর শেষে কুইজ থাকবে এবং কুইজের উত্তর দিতে পারলেই আপনি পরবর্তি ভিডিওর এক্সেস পাবেন ।
৫) কোর্সটিতে ৮০% এর উপরে পাস মার্ক পাবে তাদের জন্য বিশেষ গিফট হিসেবে চাকুরীর সুযোগ অথবা ডি আই টি টীমের সাথে কাজ করার সুযোগ থাকবে ।
৬) সপ্তাহে ৪ দিন সরাসরি জুম এ্যাপস এর মাধ্যমে মেন্টরের সাথে কনভার্সেশন করতে পারবেন ।
৭) ডেডলাইন অনুযায়ী হোমওয়ার্ক জমা না দিলে ড্রপ-আউট করা হবে ।
৮) সিক্রেট গ্রুপের মাধ্যমে ২৪ঘন্টায় কোনো সমস্যা সমাধান করা হয় অথবা অফিস নাম্বারে ফোন দিয়ে সমস্যা সমাধান করতে পারবেন।
৯) মেন্টরের বন্ধুসুলভ আচরন এবং যেকোনো সমস্যায় মেন্টরের সাথে আলোচনা করা যাবে ।
১০) প্রত্যেকদিন অনুশীলনের জন্য কমপক্ষে ৪ঘন্টা সময় নির্ধারন দিতে হবে
১) কোর্স এ এনরোল করার সাথে সাথেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চায় ।
২) শর্টকাট পন্থা অবলম্বন করতে চায় ।
৩) যারা দক্ষ হওয়ার আগেই মার্কেটপ্লেসে একাউন্ট করতে চায় ।
৪) কাজ জমা না দেয়ার বিভিন্ন বাহানা তৈরি করতে চায় (যেমনঃ গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, ব্জ্রপাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ইত্যাদি )
৫) যারা প্রত্যেকদিন কমপক্ষে ৪ ঘন্টা অনুশীলনের জন্য সময় দিতে চায় না।
৬) যারা সময় মতো এসাইনমেন্ট জমা দিতে পারবে না ।
৭) যারা মেন্টরের গাইডলাইন ফলো করবে না ।
৮) যারা খুব আগ্রহ নিয়ে কোর্সে এনরোল করে কিন্তু কয়েকদিন পরে আর ধৈর্য থাকে না ।
৯) আমাদের কোর্সে এনরোল করার পরে অন্য কোথাও কোর্স করতে চায় ।
১০) যারা সাপ্তাহিক রিভিউ ক্লাশে অংশগ্রহন করতে পারবে না ।
বর্তমানের এই ডিজিটাল যুগে যেভাবে ডিজিটাল কাজের চাহিদা দিনদিন বাড়ছে একই সাথে এই ডিজিটাল সেক্টরে প্রতারক এর সংখ্যা ক্রমশ বেড়েই চলছে তাই এই প্রতারনার হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে আমাদের এই ফ্রি কোর্সে রেজিষ্টেশন করেন।
আমাদের কোর্সগুলোতে আমি চেষ্টা করি কনটেন্টগুলো গুছিয়ে রাখতে, যাতে প্রয়োজনের সময় যেকোন কিছু খুঁজে পাওয়া সহজ হয়
শেখার বিষয় যদি সহজে বোঝাই না যায় তাহলে আর লাভ কি হল এত কষ্ট করে এসব বানিয়ে! এই কোর্স ম্যাটেরিয়ালগুলোও তাই সবার জন্য সহজ করে বানানো
আমাদের কোর্স ম্যাটেরিয়াল গুলো সাইজে ছোট, স্পেসিফিক, এবং ডিটেইল ওরিয়েন্টেড যেন প্রয়োজনীয় কিছু মিস না হয়, এবং শিখতে যেন বোরিং না লাগে
আমরা আমাদের দক্ষ ট্রেইনার দ্বারা আমাদের স্টুডেন্ট দের এমনভাবে গড়ে তুলি
যেন প্রশিক্ষণ শেষে অনলাইন এ সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারে ।
If you like to make a career in Graphics Design then this is a perfect place to learn that skill. Where you will be guided by expert teacher to improve your skill. Group member are also very helpfull. They are always happy to help. I don't have any idea about grapics design previously, inspite of these I have completed section 1 with 23/25 marks with the help of skilled teacher like Aftab Hossain (DIT INSTITUTE) who have years of experience in the global market place. I am very much exited to go to the next leve where I will be able to upgrade my skill more and more. I am happy to recomend this course to others. Thank you.
একটি ব্যাতিক্রম ধর্মী ট্রেনিং ইনস্টিটিউট হলো ডি আই টি ইনস্টিটিউট। আমার দেখা সেরা ইনস্টিটিউট হলো ডি আই টি ইনস্টিটিউট।বিশেষ করে আমাদের মেন্টর আফতাব ভাই হলো অসম্ভব ভালো মানুষ এবং খুবই বন্ধুসুলভ , তার শেখানোর ধরন সবার থেকে আলাদা এবং তার বড় গুন্ হলো তিনি মানুষকে অনেক বেশি মোটিভেটেড করতে পারেন। আমি ডি আই টি ইনস্টিটিউট এর একজন শিক্ষার্থী হতে পেরে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছি। ডি আই টি ইনস্টিটিউটের সবচেয়ে বড় বিশেষত্ব হলো আলাদা -আলাদা সেকশনে ভিডিও প্রদান করা, এতে করে একজন শিক্ষার্থীকে পরের সেক্শনে যেতে হলে অবশ্যই তাকে প্রথম সেক্শনের সব টাস্ক শেষ করতে হবে। ভবিষ্যতে ডি আই টি ইনস্টিটিউট যেন আরো অনেকদূর পর্যন্ত যেতে পারে সেই কামনা করছি।
DIT Institute এ Photoshop A to Z Master Class এর Section 1এর ১০ টি ভিডিও দেখে আমার যে জ্ঞান অর্জন হয়েছে তা মুখে বলে বোঝানো সম্ভব না। কারণ হচ্ছে যে দশটি ভিডিও দেওয়া হয়েছে তা দেখে যে কেউ মার্কেটপ্লেসে কাজ করা সম্ভব।আর সেই ভিডিওগুলো দেখে মার্কেটপ্লেসে ইনকাম করতে হবে অনায়াসে। আর ধন্যবাদ জানাই #DIT Institute এর পরিচালক Aftab Hossain ভাইকে। Aftab Hossain ভাইয়ের সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি আমাদের যেকোনো সমস্যা হলে তিনি আমাদের সাপোর্ট দিয়ে আমাদের জন্য অনেক হেল্প করেন।আর যারা নতুন করে গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন তারা যেন #DIT Institute ভর্তি হয়ে জীবনকে আরও একধাপ এগিয়ে নিতে পারে সে জন্য রয়েছে সবার জন্য শুভকামনা।
DIT Institute এ Photoshop A to Z Master Class এ কোর্স করে আমি অনেক কিছু শিখতে পেরেছি।আফতাব ভাই কোর্স এর প্রতিটি ক্লাসের বিষয় নিয়ে খুব সুন্দর করে আন্তরিক ভাবে বুঝিয়ে থাকেন। একজন স্টুডেন্ট খুব সহজেই বুঝতে ও শিখতে পারে।আরেকটা বিষয় সেকশন ০১ এর শেষে কাজ নিয়ে রিভিউ দিয়ে থাকেন যা একজন স্টুডেন্ট এর দক্ষতা যাচাই করতে সুবিধা হয় । আমার কাছে খুব ভালো লেগেছে ,আফতাব ভাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা
This group is very useful for one who wish to develop his career in graphic design. The moderator as well as other group members are very cooperative and you can receive ins and out guideline for establishing your career in the online market place. I suggest you to take the opportunity of being a paid member of this group and fulfill your dream as a graphic designer as well as a freelancer. Best wishes for DIT Institute, its moderator and members.
Aftab Hossain স্যার সেরাদের সেরা এবং DIT Institute ভিন্নধর্মী প্রতিষ্ঠান যারা গুনগত মানের টিউটোরিয়াল এবং ক্লাস রিভিউ দিয়ে থাকেন । আমি বিশ্বাস করে DIT Institute এর শিক্ষার্থীরা সামনে আরো অনেক ভালো কিছু করবে । শুভ কামনা DIT Institute এর সকলের জন্য ।
DIT Institute Photoshop A to Z master course kora ami onak kechu sektay paracy.Aftab sir onak sundor kora amder class nay ja amader bujtay onak sohoj hoy.Section 01 a class gulo kora amr modhay akhn confidence cholay ashcay.ami sir k onak dhnnobad janai abng tar suvo kamona kore.
Certifications
Awards
5 stars rating
If you don’t already have an account click the button below to create your account.
Create New Account